Home » বাংলাদেশ-ভারত যৌথ সাইক্লিং অভিযানে অংশ নিতে সেনাবাহিনী সাইক্লিং দলের ভারত গমন

বাংলাদেশ-ভারত যৌথ সাইক্লিং অভিযানে অংশ নিতে সেনাবাহিনী সাইক্লিং দলের ভারত গমন

Author: আইএসপিআর

ঢাকা, ১৮ মার্চ ২০১৯ঃ বাংলাদেশ-ভারত তৃতীয় যৌথ সাইক্লিং অভিযানে অংশ নিতে বাংলাদেশ সেনাবাহিনীর সাইক্লিং দল আজ সোমবার (১৮-০৩-২০১৯) ভারত গমন করেছে। বুড়িমারী সীমান্ত দিয়ে বাংলাদেশ অতিক্রম করে সাইক্লিং দলটি ভারতের কুচবিহারে পৌঁছায়। ১৫ সদস্যের এই সাইক্লিং দলে অফিসার, জেসিও ও অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ প্রতিনিধিত্ব করছে।

আগামী ১৯ মার্চ ২০১৯ তারিখে ভারতের কুচবিহারে যৌথ এই সাইক্লিং এর উদ্বোধন অনুষ্ঠিত হবে। ভারতের অভ্যন্তরে চার দিন সাইক্লিং এর পর সাইক্লিস্টগণ আগামী ২২ মার্চ ২০১৯ তারিখে বাংলাদেশে প্রবেশ করবে এবং বাংলাদেশেও চারদিন সাইক্লিং অনুষ্ঠিত হবে। ২৫ মার্চ ২০১৯ তারিখে ‘ফ্ল্যাগ ইন’ অনুষ্ঠানের মাধ্যমে যৌথ সাইক্লিং অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি হবে।

বাংলাদেশ ও ভারত সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরো বেগবান করতে উভয় দেশের সেনাসদস্যদের অংশগ্রহণে ২০১৭ সাল হতে প্রতিবছর যৌথ এই সাইক্লিং অভিযান পরিচালনা হচ্ছে। এবারের অভিযানে দুই দেশের সর্বমোট ৩০ জন সামরিক সদস্য অংশগ্রহণ করছে।

সম্পর্কিত পোস্ট