Home » সশস্ত্র বাহিনী আয়কর মেলা-২০১৯ আগামীকাল থেকে শুরু

সশস্ত্র বাহিনী আয়কর মেলা-২০১৯ আগামীকাল থেকে শুরু

Author: আইএসপিআর

 

ঢাকা, ২৫ নভেম্বর ২০১৯ঃ- সশস্ত্র বাহিনী বিভাগ এবং কর অঞ্চল-৯ এর যৌথ ব্যবস্থাপনায় ঢাকা সেনানিবাসের অভ্যন্তরে সেনা মালঞ্চে আগামীকাল হতে দুই দিন ব্যাপী (২৬-২৭ নভেম্বর ২০১৯ ) সশস্ত্র বাহিনী আয়কর মেলা ২০১৯ শুরু হচ্ছে। উক্ত মেলায় কর অঞ্জল-৯ এর আওতাধীন সশস্ত্র বাহিনী কর্মকর্তাবৃন্দ এবং আন্তঃবাহিনী সংস্থায় কর্মরত ও এলপিআর ভোগরত সামরিক/অসামরিক ব্যক্তিবর্গ আয়কর প্রতিবেদন দালিখসহ অন্যান্য সেবা গ্রহণ করতে পারবেন।

মেলার উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড জনাব মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া, এনডিসি এবং বিশেষ অতিথি হিসেবে রিয়ার এডমিরাল এম লোকমানুর রহমান, এনজিপি, এনডিইউ, পিএসসি উপস্থিত থাকবেন।

প্রতিদিন বেলা ১০ টা থেকে বেলা ৪ টা পর্যন্ত মেলার দৈনন্দিন কার্যক্রম চলমান থাকবে। উল্লেখ্য, সশস্ত্র বাহিনীর সামরিক ও অসামরিক সদস্যদের আয়কর প্রদানে উৎসাহিত ও সহযোগিতা প্রদানসহ প্রতিবেদন দাখিলের সুবিধার্থে ঢাকা সেনানিবাসের অভ্যন্তরে বিগত বছরের ন্যায় এ বছরেও সশস্ত্র বাহিনী আয়কর মেলা ২০১৯ এর আয়োজন করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট