Home » Army Chief took Salute of 6th Reunion Parade of Armourd Corps Center and School

Army Chief took Salute of 6th Reunion Parade of Armourd Corps Center and School

Author: আইএসপিআর

ঢাকা,১০ অক্টোবর ২০১৯ ঃ বগুড়া সেনানিবাসে আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুলে আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর ২০১৯) ৬ষ্ঠ সাঁজোয়া কোর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬ষ্ঠ সাঁজোয়া কোরের পুনর্মিলনী কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন।

সেনাবাহিনী প্রধান উপস্থিত সকলের উদ্দেশ্যে তাঁর বক্তব্যে গভীর শ্রদ্ধা ও সম্মান এর সাথে স¥রণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি বলেন, সেনাবাহিনীর সাঁজোয়া কোরের সদস্যগণ ‘‘প্রাণ দেব মান নয়’’ মূলমন্ত্রে উজ্জীবিত। এই কোরের সদস্যগণ দেশের অভ্যন্তরীণ যে কোন দুর্যোগময় মুহুর্তে ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দক্ষতার সাথে অংশগ্রহণ করছে। মহান স্বাধীনতা যুদ্ধে রয়েছে এই কোরের সদস্যদের অংশগ্রহণের এক গৌরবোজ্জ্বল ইতিহাস। বর্তমান সরকার সাঁজোয়া কোরে অত্যাধুনিক যুদ্ধযান ট্যাংক এমবিটি-২০০০ ও রিকোভারী যান সংযোজন করেছে।

এছাড়াও, এই কোরে ১৬ ক্যাভ্যালরি ও ২৬ হর্স নামে আরো দুইটি রেজিমেন্ট প্রতিষ্ঠা করা হয়েছে। সেনাবাহিনী প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজ্ঞা, বিচক্ষণতা ও দূরদর্শীতায় অদূর ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনী আরও যুগোপযোগী ও আধুনিক হয়ে গড়ে উঠবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উধর্¡তন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দসহ আর্মার্ড কোর এর অবসরপ্রাপ্ত ও চাকুরিরত কর্মকর্তা এবং অন্যান্য পদবির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট