Home » Army Firing Competition Concluded

Army Firing Competition Concluded

Author: আইএসপিআর

ঢাকা, ০২ মে ২০১৯ঃ বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা ২০১৯ এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (০২-৫-২০১৯) সাভার সেনানিবাসের ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এছাড়াও সেনাবাহিনী প্রধান উক্ত ফায়ারিং প্রতিযোগিতার শ্রেষ্ঠ ০৮ জন ফায়ারারকে ‘সেনাবাহিনী শ্রেষ্ঠ ফায়ারার’ ইনসিগনিয়া প্রদান করেন। এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৫টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড অঞ্চল দল চ্যাম্পিয়ন এবং ২৪ পদাতিক ডিভিশন অঞ্চল দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় ৯ পদাতিক ডিভিশন অঞ্চল দলের সৈনিক মো: আব্দুল্লাহ আল মামুন শ্রেষ্ঠ ফায়ারার এবং ৬৬ পদাতিক ডিভিশন অঞ্চল দলের ল্যান্স কর্পোরাল মো: আশরাফুজ্জামান ২য় শ্রেষ্ঠ ফায়ারার নির্বাচিত হন।

বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা ২০১৯ এর সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সাভার অঞ্চলের বিভিন্ন ইউনিট ও সংস্থার অফিসার, জেসিও এবং অন্যান্য পদবির সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় সেনাবাহিনী কে সর্বোচ্চ সর্তকবস্থায় রাখা হয়েছে । তিনি আরো বলেন, দূর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী আগাম কোন নির্দেশনার জন্য অপেক্ষা করে না। কারন এ বিষয়ে করনীয় সম্পর্কে সেনাবাহিনীকে স্থায়ী নির্দেশনা দেয়া রয়েছে ।

সেনা প্রধান বলেন, ভারতের ওড়িশা উপকূলের দিকে ধেয়ে আসা প্রবল ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় সেনাবাহিনীর সকল ডিভিশন ও এরিয়া হেডকোয়ার্টারকে প্রস্তুত রাখা হয়েছে এবং সেনাবাহিনীর সংশ্লিষ্ট ডিভিশনগুলোর পক্ষ থেকে বেসামরিক প্রশাসনের সাথে যোগাযোগ স্থাপন করা হয়েছে। আমরা নিজেদের রক্ষা করার জন্য প্রস্তুতি নিয়েছি এবং দুর্যোগের পূর্বে, দুর্যোগ চলাকালে বা দুর্যোগ পরবর্তী যে কোন দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনী পুরোপুরিভাবে প্রস্তুত রয়েছে ।

পরে সেনাবাহিনী প্রধান সাভার সেনানিবাসে হকি টার্ফ এর উদ্বোধন করেন । এছাড়াও তিনি সেখানে আর্মি ইন্সটিটিউট অব বিজনেস এ্যাডমিনেষ্ট্রেশন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ সাভার সেনানিবাসে নির্মিয়মান জেসিও’এস কোয়ার্টার “সেনা নবনীর” নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন ।

সম্পর্কিত পোস্ট