Home » BANGLADESH ARMY CHIEF CALLED ON CENTRAL AFRICAN REPUBLIC PRESIDENT

BANGLADESH ARMY CHIEF CALLED ON CENTRAL AFRICAN REPUBLIC PRESIDENT

Author: আইএসপিআর
ঢাকা, ২৮ জুন ২০১৯ (শুক্রবার) ঃ মিশন এলাকায় সফরত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি, বৃহস্পতিবার (২৭-৬-২০১৯) সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাষ্ট্রপতি প্রফেসর ফসটিন আর”েঞ্জ টোয়াডেরা (Faustin Archange Touadera) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা সে দেশের রাষ্ট্রপতির নিকট পৌঁছে দেন। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাষ্ট্রপতি জাতিসংঘ ও আন্তর্জাতিক কমিউনিটির আহবানে সাড়া দিয়ে সে দেশে শান্তিরক্ষী প্রেরণের জন্য বাংলাদেশের নেতৃত্বকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি সে দেশের অবকাঠামোগত, নিরাপত্তা, প্রতিরক্ষা এবং শিক্ষা খাতে উন্নয়নের জন্য বাংলাদেশের সহায়তা কামনা করেন। রাষ্ট্রপতি বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, মানবিক গুনাবলী ও অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যক্ষ অবদানের ভূয়সী প্রশংসা করেন। সেনাবাহিনী প্রধান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে আরো মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং ইউনিট প্রেরণের আশ¡াস দেন। এছাড়াও সেনাবাহিনী প্রধান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের জনগণের জন্য বাংলাদেশ সরকারের নিয়মিত ও দীর্ঘ মেয়াদি সহায়তার আশ¡াস প্রদান করেন।
পরে সেনাবাহিনী প্রধান মিনুস্কা ফোর্স সদর দপ্তরে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। সেখানে তিনি মিনুস্কা (MINUSCA) এর এসআরএসজি ম্যানকিওর এনদিয়ায়েক (Mankeur Ndiayec) এবং ফোর্স কমান্ডার লেঃ জেনারেল বাল্লা কেইটা (Balla Keita) এর সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা উভয়ই সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্টসমূহের সেনাসদস্যদের পেশাদারিত্ব, আন্তরিকতা ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে পারদর্শিতা সম্পর্কে অত্যন্ত উঁচু মনোভাব প্রকাশ করেন। এ সময় ফোর্স কমান্ডার মিশনে নিয়োজিত অন্যান্য দেশের সক্ষমতা বৃদ্ধির জন্য বাংলাদেশকে সহায়তা প্রদানের জন্য অনুরোধ করেন। সেনাবাহিনী প্রধান তাঁকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির জন্য গৃহিত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন এবং বিপসটে অন্যান্য দেশের শান্তিরক্ষীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ সহায়তা প্রদানের প্রস্তাবনা দেন।

সম্পর্কিত পোস্ট