Home » BD Navy Chief Left Dhaka for Australia to Join in Sea Power Conference

BD Navy Chief Left Dhaka for Australia to Join in Sea Power Conference

Author: আইএসপিআর

ঢাকা, ০৭ অক্টোবর ২০১৯ঃ অষ্ট্রেলিয়া নৌবাহিনীর আয়োজনে সিডনীতে অনুষ্ঠিতব্য ‘সী পাওয়ার কনফারেন্স-২০১৯’ এ যোগদানের উদ্দেশ্যে নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী (Aurangzeb Chowdhury) রবিবার (০৭-১০-২০১৯) দিবাগত রাতে অষ্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন ও নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা নৌপ্রধানকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

সিডনী সফরকালে নৌপ্রধান উক্ত কনফারেন্সে অনুষ্ঠিতব্য বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করবেন। এছাড়া, তিনি ফ্রান্সের নৌবাহিনী প্রধান এডমিরাল ক্রিষ্টোফি প্রাজুক (Admiral Christophe Prazuck), যুক্তরাষ্ট্রের ৭ম নৌবহরের প্রধান ভাইস এডমিরাল উইলিয়াম বিল মার্জ (Vice Admiral William Bill Merz), ভারতীয় নৌবাহিনীর ইস্টার্ন নৌ কমান্ডের প্রধান ভাইস এডমিরাল অতুল কুমার জেইন (Vice Admiral Atul Kumar Jain )এবং অষ্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস এডমিরাল মাইকেল নুনান (Vice Admiral Michael Noonan) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি তিনি উক্ত কনফারেন্সে আগত অন্যান্য দেশের প্রতিনিধিদের সাথেও মত বিনিময় করবেন।

উল্লেখ্য, উক্ত সফরে সস্ত্রীক নৌবাহিনী প্রধানের সফরসঙ্গী হিসেবে দুইজন কর্মকর্তা রয়েছেন। সফর শেষে নৌপ্রধান আগামী ১৫ অক্টোবর দেশে ফিরবেন বলে আশা করা যায়।

সম্পর্কিত পোস্ট