Home » Cleaning Programmer of Chattogram Navy Area Starts

Cleaning Programmer of Chattogram Navy Area Starts

Author: আইএসপিআর

ঢাকা ০৭ আগস্ট ২০১৯ঃ দেশব্যাপী ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় এর প্রতিরোধে চট্টগ্রাম নৌঅঞ্চলের স্কুল ও কলেজগুলোতে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (০৭-০৮-২০১৯) চট্টগ্রাম নৌঅঞ্চলের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠান নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ ও নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এছাড়া, কাপ্তাইস্থ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ ও কাপ্তাই জেলা নৌ স্কাউটস এর ব্যবস্থাপনায় স্থানীয় এলাকায় পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। পাশাপাশি এসকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নৌবাহিনীর শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীরা ডেঙ্গু প্রতিরোধে সকলের সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন ব্যানার, ফেস্টুন এবং ভিডিও প্রদর্শন করে। তাছাড়া নৌবাহিনীর মেডিক্যাল টিম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করে। এতে ডেঙ্গু প্রতিরোধে করণীয় চারপাশের পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। বিষয়টি ভয়াবহতা বিবেচনায় প্রতিটি নৌঅঞ্চলে ডেঙ্গু মশার প্রাদুর্ভাব রোধকল্পে ফগার ও স্প্রে মেশিনের মাধ্যমে কীটনাশক ছিটানোর উদ্যোগ নেয়া হয়েছে। সেইসাথে সকল নৌঅঞ্চলগুলোতে নিয়মিতভাবে বিভিন্ন সচেতনতামূলক আলোচনা সভা, লিফলেট বিতরণ ও পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

সম্পর্কিত পোস্ট