Home » GRADUATION DINNER OF DSCSC COURSE 2018-2019 HELD

GRADUATION DINNER OF DSCSC COURSE 2018-2019 HELD

Author: আইএসপিআর

ঢাকা, ০১ ফেব্রুয়ারি ঃ মিরপুর সেনানিবাসস্থ সামরিক বাহিনী কমান্ড ও ষ্টাফ কলেজ (ডিএসসিএসসি) এর “ডিএসসিএসসি ২০১৮-২০১৯’ কোর্সের সমাপনী নৈশভোজ কলেজের অফিসার্স মেসে বৃহস্পতিবার (৩১-১-২০১৯) অনুষ্ঠিত হয় ।

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন । প্রধান অতিথি তাঁর ভাষণে সফলতার সাথে কোর্স সম্পন্ন করার জন্য কোর্সে অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন জানান । কলেজের শিক্ষার উঁচুমান সম্পর্কে তিনি গভীর সন্তুষ্টি প্রকাশ করেন এবং কলেজের কমান্ড্যান্ট ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান । তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের প্রশিক্ষণে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের গুরুত্বপূর্ণ ভুমিকার কথা উল্লেখ করে এর উঁচু মান বজায় রাখার জন্য অনুরোধ করেন ।

এ বছর “ডিএসসিএসসি ২০১৮-২০১৯’ কোর্সে বাংলাদেশ সেনাবাহিনীর ১১৮ জন অফিসার, বাংলাদেশ নৌবাহিনীর ২৯ জন অফিসার, বাংলাদেশ বিমান বাহিনীর ২৩ জন অফিসার এবং চীন, ভারত,ইন্দোনেশিয়া, লেবানন, লাইবেরিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিস্তিন, ফিলিপাইন, সৌদি আরব, সিয়েরা লিয়োন, শ্রীলংকা, তানজানিয়া, উগান্ডা, যুক্তরাষ্ট্র এবং জাম্বিয়া থেকে আগত ৪৫ জন অফিসারসহ সর্বমোট ২১৫ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন ।

অনুষ্ঠানের শুরুতে কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল মোঃ এনায়েত উল্ল্যাহ স্বাগত ভাষণ প্রদান করেন । তাঁর ভাষণে তিনি এ কলেজের শিক্ষাক্রম ও প্রশাসনের সাথে জড়িত সকলকে তাঁদের সর্বাত্মক সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

এছাড়াও অনুষ্ঠানে, সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও, তিন বাহিনীর পিএসওগণ, ডিএসসিএসসি’তে অংশগ্রহণকারী বন্ধুপ্রতীম রাষ্ট্রের প্রতিরক্ষা উপদেষ্টাগণ, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ এবং কোর্সে অংশগ্রহণকারী ছাত্র-অফিসারগণ সস্ত্রীক উপস্থিত ছিলেন ।

 

 

সম্পর্কিত পোস্ট