Home » Navigator moved to Switzerland to attend the International Year of Swimming Federation’s anniversary ceremony

Navigator moved to Switzerland to attend the International Year of Swimming Federation’s anniversary ceremony

Author: আইএসপিআর

ঢাকা, ১৮ জুলাই ২০১৮ ঃ বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সুইমিং ফেডারেশনের ১১০তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে অংশ নিতে মঙ্গলবার (১৭-০৭-২০১৮) রাতে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান।

নৌপ্রধান  ১৮ হতে ২০ জুলাই পর্যন্ত দেশটির লুজানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সুইমিং ফেডারেশনের ১১০তম প্রতিষ্ঠা বার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সেখানে অবস্থানকালে তিনি সুইজারল্যান্ডের ফেডারেশনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। সুইজারল্যান্ড সফর শেষে নৌপ্রধান জার্মানীতে গমন করবেন। জার্মানীতে বাংলাদেশ নৌবাহিনীর জন্য নির্মাণাধীন মেরিটাইম পেট্রোল এয়ার ক্রাফট এর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করবেন। উক্ত সফরে সস্ত্রীক নৌবাহিনী প্রধানের সফরসঙ্গী হিসেবে দুইজন কর্মকর্তা রয়েছেন। সফর শেষে নৌ প্রধান আগামী ২৪ জুলাই ২০১৮ তারিখে দেশে ফিরবেন।

সম্পর্কিত পোস্ট