Home » SEMINAR ON WOMEN PEACE AND SECURITY (WPS)

SEMINAR ON WOMEN PEACE AND SECURITY (WPS)

Author: আইএসপিআর

ঢাকা, ২৪ মার্চ ২০১৯ ঃ মিরপুর সেনানিবাসস্থ ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজে (ডিএসসিএসসি) রবিবার (২৪-৩-২০১৯) সকাল ০৯০০ হতে দুপুর ১২৩০ ঘটিকা পর্যন্ত সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে WOMEN PEACE AND SECURITY (WPS) শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাহফুজুর রহমান।

সেমিনারে বক্তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রিজলিউশন ১৩২৫ এর আলোকে নারীর নিরাপত্তা ও ক্ষমতায়ন, এ বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ ও করণীয়, আন্তর্জাতিক পরিমন্ডলে সশস্ত্র বাহিনীর এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর নারী সদস্যদের সম্পৃক্ততা, অবদান ও ভবিষ্যত পরিকল্পনার বিষয়ে আলোকপাত করেন।

সম্পর্কিত পোস্ট