Home » TWO WARSHIP OF JAPAN MARITIME SELF DEFENSE FORCE LEFT CHOTTOGRAM SEA PORT AFTER GOODWILL VISIT AT BANGLADESH

TWO WARSHIP OF JAPAN MARITIME SELF DEFENSE FORCE LEFT CHOTTOGRAM SEA PORT AFTER GOODWILL VISIT AT BANGLADESH

Author: আইএসপিআর

ঢাকা, ০৯ অক্টোবর ২০১৯ঃ জাপানের মেরিটাইম সেলফ্ ডিফে›স ফোর্স (JMSDF) এর দ’ুটি যুদ্ধজাহাজ বানজো (JS BUNGO) ও তাকাশিমা (JS TAKASHIMA) শুভেচ্ছা সফর শেষে মঙ্গলবার (০৮-১০-২০১৯) চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছেু জাহাজ দু’টি চট্টগ্রাম বন্দর ত্যাগের প্রাক্কালে নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে বিদায় জানায়। এসময় চট্টগ্রাম নৌ অঞ্চলের চীফ স্টাফ অফিসার ক্যাপ্টেন সৈয়দ হেলাল হোসেন, বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের প্রতিনিধিসহ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশে অবস্থানকালে জাহাজ দ’ুটির অধিনায়ক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া, সফরের অংশ হিসেবে জাহাজের কর্মকর্তা ও নাবিকগণ নৌবাহিনী জাহাজ সমুদ্র জয়, বাংলাদেশ নেভাল একাডেমি, স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার এন্ড ট্যাকটিস (এসএমডব্লিউটি), বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটিসহ নৌবাহিনী পরিচালিত বিশেষ চাহিদা স¤পন্ন শিশুদের স্কুল ‘আশার আলো’ এবং চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক পর্যটন এলাকা পরিদর্শন করেন। জাহাজ দু’টি বাংলাদেশ ত্যাগের প্রাক্কালে বানৌজা প্রত্যয় ও বানৌজা দূর্জয় এর সাথে একটি যৌথ সমুদ্র মহড়ায় অংশ গ্রহণ করে।

জাহাজ দ’ুটির এ শুভেচ্ছা সফর বাংলাদেশ ও জাপানের মধ্যকার পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। উল্লেখ্য, তিনদিনের শুভেচ্ছা সফরে এ দু’টি জাহাজ গত ০৬ অক্টোবর ২০১৯ তারিখে বাংলাদেশে আগমন করে।

সম্পর্কিত পোস্ট