Home » WORKSHOP ON “ANNUAL PERFORMANCE MANAGEMENT: BANGLADESH PERSPECTIVE” HELD AT BUP

WORKSHOP ON “ANNUAL PERFORMANCE MANAGEMENT: BANGLADESH PERSPECTIVE” HELD AT BUP

Author: আইএসপিআর

ঢাকা, ১৫ জুলাই ২০১৮: মিরপুর সেনানিবাসস্থ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) এর বিজয় অডিটোরিয়ামে রবিবার (১৫ জুলাই ২০১৮) “Annual Performance Management: Bangladesh Perspective” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালাটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ এর প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করা, সুশাসন সংহতকরণ এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের রূপকল্প ২০২১ এর যথাযথ বাস্তবায়নের পদক্ষেপ হিসেবে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান (Professor Abdul Mannan) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ এমদাদ উল বারী, এনডিসি, পিএসসি, টিই (Major General Md. Emdad Ul Bari, ndc, psc, te) ইউজিসির সেক্রেটারি ডক্টর মোঃ খালেদ(Dr. Md. Khaled)  এবং বিইউপির উপ-উপাচার্য প্রফেসর ড: এম আবুল কাশেম মজুমদার (Professor M Abul Kashem Mozumder, PhD)। বিইউপির অফিস অব দি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর পরিচালক লেঃ কর্নেল (অবঃ) খন্দকার জহিরুল আলম, পিএসসি, জি (Lt Col (Retd.) Khondoker Zahirul Alam, psc, G) এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন বিইউপির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মোহাম্মদ ইব্রাহীম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (Brigadier General Abul Kashem Md Ibrahim, ndc, afwc, psc)

কর্মশালায় বক্তারা গতানুগতিক ধারার বাহিরে আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদ তৈরি করা, বহির্বিশ্বের সাথে বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করার উপরে গুরুত্বারোপ করেন যার ফলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে যথা: গবেষণা, দক্ষতার দ্বার উন্মোচিত হয়। তাঁরা সকলকে নৈতিকতার ভিত্তিতে নিজ কাজে উৎসাহিতকরণসহ ইত্যাদি বিষয়ে গুরুত্ব প্রদান করেন।

উক্ত কর্মশালায় কেবিনেট ডিভিশনের উপসচিব, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট