Home » ২০১৮ সনে উত্তীর্ণ হয়ে বিভিন্ন পাবলিক, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগ প্রাপ্ত শহীদ বীর উত্তম লেঃ আনোয়ার গার্লস কলেজের ছাত্রীদের সংবর্ধনা

২০১৮ সনে উত্তীর্ণ হয়ে বিভিন্ন পাবলিক, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগ প্রাপ্ত শহীদ বীর উত্তম লেঃ আনোয়ার গার্লস কলেজের ছাত্রীদের সংবর্ধনা

Author: আইএসপিআর

ঢাকা, ১২ জুন ঃ ঢাকা সেনানিবাসস্থ শহীদ বীর উত্তম লেঃ আনোয়ার গার্লস কলেজে আজ বুধবার (১২-৬-২০১৯) ২০১৮ সনে উত্তীর্ণ হয়ে বিভিন্ন পাবলিক, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগ প্রাপ্ত শহীদ বীর উত্তম লেঃ আনোয়ার গার্লস কলেজের ছাত্রীদের এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সেনাবাহিনীর লজিস্টিকস এরিয়া কমান্ডার ও কলেজের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এনডিইউ, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কৃতি ছাত্রীদের প্রত্যেকের হাতে ক্রেস্ট তুলে দেন।

উল্লেখ্য, শহীদ বীর উত্তম লেঃ আনোয়ার গার্লস কলেজ একটি স্বনামধন্য আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান যা বিগত ১৯৫৭ সাল হতে নারী শিক্ষার উন্নয়নে অবদান রেখে চলেছে। সেনাবাহিনীর পরিচালনায় এবং একটি দক্ষ পরিচালনা পর্ষদের সঠিক দিকনির্দেশনায় পরিচালিত এ প্রতিষ্ঠান হতে ২০১৮ সনে পাশকৃত ১৬ জন ছাত্রী মেডিক্যাল কলেজে, ২৮ জন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে এবং ১৭৫ জন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মঈন খান, গভর্নিং বডি সদস্যবৃন্দ, কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

 

সম্পর্কিত পোস্ট